সিংড়ায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

Spread the love

সিংড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, ওসি নূর-এ-আলম সিদ্দিকী প্রমুখ।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ¦ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক ফাহমিদা রহমান আঁখি, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাবেক ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা প্রমুখ।উল্লেখ্য, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ২৬ বছর বয়সে স্বপরিবারের হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাত বরণ করেন তিনি।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD