আবুল কালাম আজাদ ।।
নাটোরের গুরুদাসপুরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাবের একটি অপারেশন দল। অভিযানে উপজেলার খামারপাথুরিয়া গ্রামের চোলাই মদ ব্যবসায়ী মহাদেব বসাক ৩০ লিটার মদসহ গ্রেপ্তার হয়েছে। তাকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ওই অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। এসময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মাদক বিক্রেতা মহাদেবকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন তিনি। মহাদেব উপজেলার খামারপাথুরিয়া গ্রামের বীরেন চন্দ্র বসাকের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, অভিযানে ৩০ লিটার চোলাই মদ, ২৪৫ লিটার মদ তৈরী উপকরণ, ১২৫ লিটার চোলাই মদের পচুইসহ আসামী মহাদেব বসাককে হাতেনাতে আটক করা হয়। তাকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আটককৃত চোলাই মদসহ তৈরীর সকল উপকরণ প্রকাশ্যে ধ্বংস করা হয়।
# আবুল কালাম আজাদ, ০১৭২৪ ০৮৪৯৭৩ #