প্রেস বিজ্ঞপ্তি
সোমবার (১৯ এপ্রিল ২০২১ খ্রীঃ) রাত ৯.২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাসানপুর গ্রামস্থ জনৈক মোঃ ফরিদুল ইসলামের মুরগীর ফার্ম সংলগ্ন পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ মিল্টন (৩২),পিতা-মোঃ তাজু মাষ্টার, সাং- হাসানপুর পূর্ব পাড়া, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।