বিশেষ প্রতিনিধি:মেরামতের অভাবে অকেজো হয়ে পড়ে আছে তাড়াশ উপজেলা প্রশাসনের প্রায় কোটি টাকার ‘সোলার হোম সিস্টেম’। দীর্ঘ সময় অযতœ ও অবহেলায় ফেলে রাখার কারণে তা একেবারে নষ্ট হতে চলেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অর্থায়নে ইলেকট্রো সোলার কোম্পানি ২০১৪ সালের শেষের দিকে ‘সোলার হোম সিস্টেম’ স্থাপন করে দেন। এতে ব্যয় হয় ৯৮ লাখ ৫০ হাজার টাকা। ৯৬টি সোলার প্যানেল ও ৭২টি ব্যাটারির সমন্বয়ে করা শক্তিশালী এ ‘সোলার হোম সিস্টেম’ দিয়ে উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরে বিদ্যুৎ সরবরাহ হতো। পাশাপশি ইউএনও’র সরকারি বাসা ও অফিসার্স ক্লাবেও ব্যবহার করা হতো।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইলেকট্রিশিয়ান নজরুল ইসলাম বলেন, ২০১৭ সালের মার্চ মাসে বজ্রপাতে ‘সোলার হোম সিস্টেম’ এর ৩টি চার্জ কন্ট্রোলারের ১টি নষ্ট হয়ে যায়। তারপর ইলেকট্রো সোলার কোম্পানির নেছার উদ্দীন নামে একজন উপ-সহকারী প্রকৌশলী এসে বাকি দুটো চার্জ কন্ট্রোলারও বন্ধ করে দিয়ে যায়। সেই থেকেই অকেজো হয়ে পড়ে আছে। ব্যবহার না হওয়ায় ব্যাটারিগুলোর কার্যক্ষমতাও কমে এসেছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, ইলেকট্রো সোলার কোম্পানি জানিয়েছেন তাদের প্রকল্প মেয়াদ শেষ হয়ে গেছে। নিজ অর্থানে মেরামত করতে প্রায় ৮ লাখ টাকার মতো প্রয়োজন হবে।