তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ৫ নং নওগাঁ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শাহিন ফকিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ স্বাক্ষরিত পত্রে এ বিষয়টি জানা গেছে। স্বাক্ষরিত পত্র অনুসারে ওই ইউনিয়নের যুবলীগের সভাপতি আব্দুল হাই ব্যক্তিগত কারণে সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছেন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম চাঁদ আলীকে দলীয় শৃঙ্ঘলা ভঙ্গের কারণে বহিস্কারদেশ দেয় জেলা যুবলীগ।পরবর্তী ৫ নং নওগাঁ ইউনিয়ন যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ সাধারণ সম্পাদক শাহিন ফকিরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল ।