আদিবাসীকে হুমকি- জমি আত্মসাতের চেষ্টা

Spread the love

স্টাফ রিপোর্টার : সংখ্যা লঘু আদিবাসিদের জমি জাল দলিল করে বেদখল দিয়েছে প্রভাবশালী তজির উদ্দিন মেম্বর। তার সাথে ঐ এলাকার প্রভাবশালী বকর হাজী যোগ দিয়ে আদিবাসিদের একঘরে করে রখেছে। মামলাসুত্রে জানা যায়,পাবনা জেলার অর্ন্তগত চাটমোহর উপজেলার উত্তর কেশবপুর গ্রামের মৃত শুকুর আলী সরদারের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ তজির উদ্দিন একই গ্রামের শ্রী কর্ন মুরারী,পিতা শ্রী মংলা মুরারীর পৈত্রিক সম্পত্তি জাল দলিল করে নিয়েছে। বাদী সহজ সরল নিরক্ষর তালিকাভুক্ত নৃ-গোষ্টির সংখ্যালঘু সম্পাদয়ের লোক। বাদীর মৌরশ পিতামহ রাজেন্দ্রনাথ মুরারী গত ১০/০৯/১৯৮৪ইং তারিখে নিজ বাড়ীতে মৃত্যুবরন করেন। মৃত্যুও পুর্বে আইনানুগ পদ্ধতি অনুসরণে নিজ প্রয়োজনে রায়নগর মেওজার ১১ শতাংশ ভুমি ২৪/১২১/১৯৭৫ সালে ১৫৪১১ নং দলিলে জনৈক শাহজাহান আলীর বরাবর হস্তান্তর করেন।তৎ ভিন্ন বাদীর মৌরশ পিতামহ নিম্ম তপশীল বর্ণিত সম্পত্তি ১নং আসামী বা কাহারো নিকট কোনভাবেই হস্তান্তর করেন নাই। তাছাড়া সংখ্যালঘু নৃগোষ্টির উপজাতীয় শ্রেনীর নাগরিক হিসাবেই বি এস এ এহুটি এ্যাক্টের ৯৭ ধারার বিধান অনুযায়ী সম্পত্তি হস্তান্তওে রাজেন্দ্রনাথ মুরারীর ক্ষমতা ছিলনা। আসামী মরা মানুষকে জীবিত দেখিয়ে ০৪/০৫/১৯৮৬ ইং তাং দলিল নং ২৭৪৪ বুক নং ০১,ভলিয়ম নং ৩৫,পাতা নং ২৬৬-২৬৮,জাল ভুয়া দলিল লিপিবদ্ধ করে।
এ ব্যাপারে কর্ন আমলী আদালত ৪ পাবনা কোর্টে মামলা করেন। মামলা নং সিআর ৯/২০২০ইং মামলা সিআইডি (ফরেনসিক) তদন্তে জাল প্রমানিত হওয়ায় আসামী তজির মেম্বরকে গ্রেফতারের পরওয়ানা গত ১৯/০৮/২০ ইং তাং এ কোর্ট ওয়াডার হয়। কোট ওয়াডার জারি হয় ২৬/০৯/২০ ইং তারিখে।কিন্ত প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরলেও কেউ কিছু বলছে না। বরং বাদীকে উল্টা হুমকি দিচ্ছে। এ ব্যাপারে কর্ন সঠিক বিচারের জন্য বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD