করোনার কবিতা

Spread the love

আবদুর রাজ্জাক রাজু

 

মরণব্যাধি করোনা ভাইরাসের কথা বলবো কীরে ভাই

যে রোগ নিরাময়ের কার্যকর চিকিৎসা এখনো আদৌ জগতে নাই।

সংক্রামক করোনা থেকে বাঁচতে যে কথা বেশী হচ্ছে বলাবলি

অবশ্যই মেনে চলতে হবে কতিপয় নির্ধারিত স্বাস্থ্য নিয়মাবলী।

করোনা প্রতিরোধে কেবলই দরকার সজাগ,সতর্ক আর সচেতনতা

ভয়-আতংক নয় জানতে এবং মানতে হবে সঠিক স্বাস্থ্য বারতা।

করোনার কোন প্রতিষেধক ভ্যাকসিন এখনও হয়নি আবিস্কার

তাই অপরিহার্য স্বাস্থ্য বিধি মেনে চলা আবশ্যিক কর্তব্য সবার।

প্রয়োজনে কটা দিন একাকী, আলাদা, আবদ্ধ থাকা কোন ব্যাপার নয়

বড় বিপদ থেকে রেহাই পেতে সামান্য এই কষ্ট যদিও পোহাতে হয়।

করোনাতে পৃথিবী টালমাটাল জীবনযাত্রা ক্রমশ হচ্ছে অচল

এদু:সময়ে সবার সঠিক পথে চলে রাখতে হবে দৃঢ় মনোবল।

করোনা  এসেছে মানব জাতির জন্য এক সুকঠিন চ্যালেঞ্জ রুপে

আজকে পারস্পারিক সহযোগীতা কাম্য-কী হবে নিন্দা আর বিদ্রুপে।

মনে হয় বহু শতাব্দী পর বিশ^ আজ নতুন অভিজ্ঞতার মুখোমুখি

করোনায় এলো সবাই এক কাতারে ভুলে- কে সুখী আর কে দুুখি।

মানুষ এ যুগে বড়ই জুলুম করে চলছিল নানাভাবে নিজের উপর

কতই হিংসা-হানাহানি, অসংগতি,অবক্ষয়,দাপট,দৌরাত্ম্য জগতভর।

এত জ্ঞান-বিজ্ঞানে উন্নত পৃথিবী আজ করোনার থাবায় বড়ই অসহায়

সেজন্যই মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগোডায় সবাই স্রষ্টার কাছে ক্ষমা চায়।

যুগে যুগে মানুষ বেশী বাড়াবাড়ি, সীমালংঘন করে বিপথে গেলে

বিভিন্ন বালা মছিবত দিয়ে স্রষ্টা মানুষকে শুদ্ধ করতে পরীক্ষায় ফেলে।

বিশ^ জুরে এই ভয়াল দুর্যোগ পেরিয়ে মোদের তাই হতে হবে জয়ী

আমরা যদি কৃতজ্ঞ থাকি তবে আমাদের শাস্তি দিয়ে কী করবেন বিশ^ময়ী।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD