আব্দুস সালাম : চলনবিলের তাড়াশে এলজিইডির ৫ কোটি টাকা ব্যয়ে ৯ কি:মি: পাকা রাস্তা মেরামত কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, এলজিইডির সিরাজগঞ্জ জেলা অফিস থেকে ১৭.০১.২০১৭ তারিখে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস-রাণীহাট ৯ কি:মি:পাকা রাস্তা মেরামত কাজের দরপত্র আহবান করা হয়।ওই রাস্তা মেরামতের কাজটি পেয়েছে নাটোরের পোদ্দার নামক এক ঠিকাদার। তিনি ১৬.০২.২০১৭ তারিখে ওই রাস্তা মেরামতের কার্যাদেশ পান। ৩১.১২ ২০১৭ তারিখের মধ্যে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ওই রাস্তার কাজ শেষ করার কথা লেখা আছে কার্যাদেশে। মেরামতের কাজটি বাস্তবায়ন ও তদারকি করছে তাড়াশ এলজিইডি অফিস। এলাকাবাসীর অভিযোগ, এখন পর্যন্ত বারুহাস-রাণীহাট রাস্তার মেরামতের অর্ধেক কাজও করা হয়নি। এমনকি ওই রাস্তা মেরামত কাজ বাস্তবায়নে সরকারি নিয়ম-নীতি অমান্য করে নি¤œমানের পাথরসহ সকল প্রকার জিনিস পত্রও ব্যবহার করা হচ্ছে। সঠিক সময়ে সঠিকভাবে ওই রাস্তা মেরামত কাজ না করাতে জনদূর্ভোগ বেড়ে গেছে এবং আর বেড়ে যাবে। যা তদন্ত করলে প্রমাণ মিলবে। এ ঘটনা এলজিইডির তাড়াশসহ বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তাদের জানিয়ে কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফোন না ধরাতে ঠিকাদার পোদ্দার ও এলজিইডির তাড়াশ অফিসে কর্মরত উপজেলা কর্মকর্তা আলী আহমেদ এর বক্তব্য নেওয়া যায়নি।