ফারুক আহমেদ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া জোড়পুকুর বাজারে অনুষ্ঠিত নবীন বাউল সংগীত চাঁন মিয়া আলচিশ্তীয়ার একাডেমী কতৃর্ক পুরস্কার প্রতিযোগিতায় লোক সংগীত, বাউল গান, পালা গান, জারি গান, সারি গান আধুনিক গান, নজরুল সংগীত, পল্লীগীতিসহ সংগীত বিভাগে প্রথম স্থান অর্জন কারী অত্র থানার সপ্না সরকার ভবিষ্যতে প্রতিষ্ঠিত শিল্পী হতে চায়। তার স্বামীর বাড়ি চকনিহাল। সপ্না সরকার ছোটবেলা থেকেই গান গাওয়া শুরু করেন। মধ্যে মাঝখানে তার গান গাওয়া বন্ধছিল। বিয়ের পর সে তার স্বামীর অনুপ্রেরণায় সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া জোর পুকুর বাজার বাউল শিল্পী চাঁন মিয়া আলচিশ্তীয়া নবীন বাউল সংগীত একাডেমীতে আবার লোকগীতি, দেহতত্ত, পল্লীগীতি, বাওয়া, আধুনিক, নজরুল সংগীত ও লালন গীতি চর্চা শুরু করেন। সংগীত প্রেমী বাউল শিল্পী বিশিষ্ট গীতিকার ও শুরুকার চাঁন মিয়া অলচিশ্তীয়া ও তার সহসঙ্গীদের অনুপ্রেরণা ও সাবির্ক সাহায্যে সহযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতায় ও অনুষ্ঠানে গান পরিবেশন করে আসছেন তিনি। সলঙ্গা থানার চকনিহাল গ্রামের সপ্না সরকার লোক সংগীত, নজরুল গীতি, পল্লীগীতি ও দেশের গানে ও কন্ঠ দিয়ে শ্রোতাদর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ১৩ অক্টোবার সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া নবীন বাউল সংগীত একাডেমীর প্রতিযোগিতায় লোকসংগীতে প্রথম স্থান অর্জন করে সলঙ্গার সুনাম বয়ে এনেছে।
