সিংড়া প্রতিনিধি : সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক প্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সোহেল আগমুরশন গ্রামের মহসিনের পুত্র। জানা যায়, সোহেল পল্লী বিদ্যুতের সাথে সখ্যতা করে নিজ এলাকার বিভিন্ন গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু এখনও বিদ্যুতের সংযোগ পায়নি ওই পরিবারগুলো।
আগমুরশন গ্রামের জাফর জানান, সোহেল গ্রামের হেলাল, সালাম, আলামিন, বাদশা, বুলেট, বারিক, সাহেব আলী, আব্দুস কুদ্দুস, দোলন, আসাদসহ ৩৫ জন গ্রাহককে বিদ্যুত দেওয়ার কথা বলে আমাদের প্রত্যকের কাছ থেকে ৪ হাজার টাকা করে আদায় করে। কিন্তু ৬ মাসেও বিদ্যুত না পেয়ে বারবার তার কাছে ধর্না ধরেও পায়নি। পরে বিষয়টি পল্লী বিদ্যুত অফিসকে জানানো হলে তারা কোন টাকা পায়নি বলে জানায়।
