সলঙ্গা প্রতিনিধি : “থাকলে কণ্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নলকা সিডিপির আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস গতকাল রবিবার পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালী বের করা হয়। সমাজে মেয়ের ভুমিকা, মেয়েদের শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহসহ বক্তারা বিভিন্ন দিক তুলে ধরেন। কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় গার্লস ক্লাবে বিকেল ৩ টায় শিশু পরিষদের সভাপতি নাঈমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিস খাদিজা নাসরীন,সিডিপির ম্যানেজার মি: লিংকন রায়,এডুকেশন অফিসার মি, প্রবীর নকরেক, এডমিন অফিসার মি: দানিয়েল দাস,এসএস অফিসার মি: বিপ্লব কুমার, শিক্ষক মাসুদুর রহমান,মেম্বর আনিছুর রহমান,সমাজ সেবক বাহারুল ইসলামসহ ড্রিম স্কুল টিচার ও ভলেন্টিয়ারবৃন্দ।শেষে মেয়েদের অধিকার নিয়ে একটি নাটক মঞ্চস্থ করাা হয়।