দিলুর ব্যাপক গণসংযোগ

Spread the love

ফারুক আহমেদ ; গত শনিবার প্রায় হঠাৎ করেইসলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের তিন থানার বর্ডার আমশড়া জোরপুকুর বাজার সরব হয়ে উঠল। আশেপাশের মানুষ ছুটে আসতে লাগলো তার দিকে। তিনি আর কেউ নন, তিনি হলেন, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার নিবার্চনী এলাকার গণমানুষের নেতা জেলা আলীগের সদস্য ও সলঙ্গা থানার উপদেষ্টা সিরাজগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী সৎ পরিচ্ছন্ন মেধাবী প্রবীণ আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি টি এম আলহাজ্ব লুৎফর রহমান দিলু
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দিনরাত কাজ করে যাচ্ছেন। সরেজমিনে ঘুরে তৃণমূল পর্যায়ের প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকার মাইনাস টু ফর্মলা নিয়ে আওয়ামী লীগসহ প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতাদের উপর অত্যাচার নির্যাতন হামলা মামলায় মেতে উঠেছিল তখনও রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গার মাটির মানুষ বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান দিলু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অটল ছিলেন। রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গায় সমাজসেবক ও আওয়ামী লীগের কর্মী হিসেবে বন্যা দূর্গতদের মধো ত্রাণ বিতরণ , শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, বিভিন্ন মসজিদ-মন্দির উন্নয়নের ব্যাপক ভুমিকা রেখে চলেছেন। অত্যন্ত সদালাপি দিলু এ প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় বলেন, আমার চাওয়া- পাওয়ার কিছু নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট। ছেলে- মেয়ে মানুষের মত মানুষ করেছি। সেদিকেও আমার কোনো পিছুটান নেই। সিরাজগঞ্জ৩- আসনে অনেক এমপি জনগণ দেখেছে, আমি এমপি নির্বাচিত হলে কাজ করে দেখিয়ে দেব কীভাবে এলাকার উন্নয়ন করতে হয়। গরিব- দুঃখী মানুষের সেবা করতে হয়। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্তী জননেন্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট হয়ে এমপি নির্বাচিত হলে রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা ধেকে রাজনীতিতে দূর্বৃত্তায়ন,দলবাজি, চির অরসান ঘটবে। দরিদ্রবান্ধব এই নেতা সম্পর্কে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা বলেন, এমপি হিসেবে এমন নেতাই প্রয়োজন যার রয়েছে মুক্ত মন ও ত্যাগী মানসিকতা।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD