সোহেল রানা সোহাগ: তাড়াশে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সম্প্রতি পূর্ববাংলার সক্রিয় ৫ সদস্যকে আটক করে। আটককৃতরা হলেন,তালম ইউনিয়নের গুল্টা গ্রামের মৃত সুধীর চন্দ্র উরাঁও এর ছেলে চঞ্চল কুমার উরাঁও (৩০), বিকাশ চন্দ্র উরাঁও এর ছেলে উত্তম কুমার উরাঁও (৩১), দেশী গ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকোরা গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে ভুট্টু শেখ (৩৫) ,উত্তর শ্যামপুর গ্রামের মৃত বৃন্দাবন মাহাতোর ছেলে দুলাল চন্দ্র মাহাতো (৪৫), উষাইকোল গ্রামের সম্বু সিং এর ছেলে মানিক চন্দ্র সিং (৩৩) । এদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এরা এলাকায় বিভিন্ন সময় সাধারণ মানুষকে সর্বহারা পার্টির নামে হুমকি-ধামকি ও চাঁদাবাজী করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।