সিংড়ায় অবৈধ সৌঁতিজাল- প্রশাসন নিরব কেন?

Spread the love

সিংড়া প্রতিনিধি : সিংড়ায় চলনবিল ও আত্রাই নদী দখল করে অবৈধভাবে বানার বাঁধ এবং সৌঁতিজাল দিয়ে মাছ শিকার করছে এলাকার ক্ষমতাসীন ও রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। নাটোরের সিংড়ার অধিকাংশ এলাকা চলনবিল বেষ্টিত। বিলে বর্ষার পানি চলে আসায় এসব এলাকায় মাছ শিকারিদের তৎপরতা বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার দমদমার জোলার বাতা, নিংগইন জোড়মল্লিকা, পাটকোল-কতুয়াবাড়ি, সারদানগর, শেরকোল ইউনিয়নের তেলীগ্রাম-সিধাখালী বিলে বানার বাঁধ এবং সৌঁতিজাল দিয়ে ছোট-বড় মাছ, কাঁকড়া ও শামুক নিধন করা হচ্ছে। বাঁধাগ্রস্থ করা হচ্ছে পানি প্রবাহ। পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, চলনবিলে বানার বাঁধ ও সৌঁতিজাল দেওয়ায় সব ধরনের মাছ ও জলজ প্রাণীর জীবনধারণের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে মাছসহ বিভিন্ন জলজ পোকামাকড় বিলুপ্তির পথে। এসব রোধে প্রশাসনের অভিযান ও এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD