সিংড়া প্রতিনিধি : সদ্য বদলীর আদেশপ্রাপ্ত নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তার কর্মময় জীবন তুলে ধরে বক্তৃতাকালে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জান্নাতুল ফেরদৌস। গত বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাঁর কান্নাজড়িত কন্ঠের বক্তৃতায় হলরুম জুড়ে নেমে আসে নীরবতা। সবারই যেন দুচোখ জলে ছল ছল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি বিপুল কুমার সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এসময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।