স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।গত শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনেআরা পারভীন লাভলী, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, গাজী সাইদুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বারুহাস ইউনিয়নের নতুন ভবন ও নওগাঁ মুক্তিযোদ্ধা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।