গুরুদাসপুর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি দিল মোহাম্মদরে ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরনাড়িবাড়ি গ্রামের আব্দুস সামাদের বাড়ি সংলগ্ন সড়কের ওপর ওই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে ও পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা ওই কর্মসুচী পালন করেন। সাংবাদিক ছাড়াও নানা শ্রেনি পেশার মানুষ সমাবেশে অংশ গ্রহণ করে সহমর্মিতা প্রকাশ করেন।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সাংবাদিক এমএম আলী আক্কাছ ওই কর্মসুচীতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আতাহার হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি প্রভাষক মাজেম আলী, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজ্জাদ হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,সাংবাদিক কামরুজ্জামান রোকসানা আক্তার, নাজমুল হাসান, মিজানুর রহমান, জালাল উদ্দিন, আখলাকুজ্জামান,পলান ঘোষ,আরিফুল ইসলাম বিপ্লবসহ প্রমুখ।
বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারনে নানা সময় অনেকের বিরাগভাজন হয়েছেন সাংবাদিক দিল মোহাম্মদ। হঠাৎ করেই তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকরাও উদ্বিগ্ন। স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রশাসনের প্রতি।