রায়গঞ্জে সেলাইমেশিন পেলেন আদিবাসী নারীরা

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ দরিদ্র, অসহায় ও দুস্থ আদিবাসী অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উদযোগে শতভাগ জন্ম নিবন্ধন পরিবারে মাঝে সামাজিক বেষ্টনী হিসাবে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দেশ সেরা ও জেলা সেরা ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন, ইউপি সচিব রোজিন পলাশ, সকল ইউপচি সদস্য, গ্রাম পুলিশের সদস্যরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন শতভাগ পরিবারের মাঝে জন্ম সনদ তৈরি করে প্রায় ৩শতাধিক পরিবার। এর মধ্যে যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে ৭ জন দরিদ্র, অসহায় ও দুস্থ, আদিবাসি নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে সন্তোষ খুশি দরিদ্র অসহায়,আদিবাসী নারীরা। এ বিষয়ে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, গণপ্রজাতন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম ও মৃত্যু নিবন্ধন কারযক্রম সফলভাবে শতভাগ বাস্তাবায়নের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া মানুষের দারিদ্র্যতা ঘুচিয়ে সাবলম্বী করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ের বিনোদবাড়ি এলাকার বিনয় চন্দ মাহাতার স্ত্রী সেলাই মেশিন পাওয়া অন্যন্যা মাহাতো বলেন, আমার স্বামী একজন রিকশাচালক। আমার একটি সেলাই মেশিনের খুব দরকার ছিল। টাকার অভাবে সেলাই মেশিন কিনতে পারি নাই। সেলাই মেশিনের উপরে প্রশিক্ষণ নিয়েছি কিন্তু সেলাই মেশিন না থাকায় টাকা উপার্জন করতে পারি না। আমি সব পরিবারের সকল সদস্যদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে শতভাগ জন্ম নিবন্ধন করার কারণে আমাকে একটি নতুন সেলাই মেশিন কিনে দিয়েছে এবং আমি এই সেলাই মেশিন দিয়ে টাকা উপার্জন করে নিজের সংসারে কিছুটা হলেও অবদান রাখার সুযোগ পাব একই ইউনিয়নের শ্রীমতি শিমা রাণী বলেন, সেলাই মেশিনের প্রশিক্ষণ নিয়েছি অনেক আগেই কিন্তু টাকার অভাবে একটি মেশিন কিনতে পারি নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের পক্ষ থেকে আমাকে সেলাই মেশিনটি দেওয়া হয়েছে। আমি তাদের ওয়াদা করেছি সেলাই মেশিনটি দিয়ে টাকা উপার্জন করে অন্য আরেকজন কর্মহীন নারীকে উপহার দিয়ে দেব। একটি সেলাই মেশিন থাকলে মাসে কমপক্ষে ২ হাজার টাকা আয় করা যায়। আর যতদিন বেঁচে থাকবো আমাদের যারা সহযোগী করেছে তাদের ভুলবো না।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD