বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

Spread the love
বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার দুপুরে বনপাড়া পৌর মিলনায়তনে ২০২৩-২৪ অর্থ বছরের আয়-ব্যয় সম্বলিত বাজেট ঘোষণা করা হয়। বনপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ভুঁইয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন উক্ত বাজেট পেশ করেন ৷ ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ১২ হাজার ৭০৩ টাকা, এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার ৫৭৪ টাকা। অর্থাৎ মোট উদ্বৃত্ত রয়েছে ৭৩লাখ ৩৯হাজার ১২৯ টাকা। অপরদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৩০৮ টাকা এবং ব্যয়  ধরা হয়েছে ৩৩কোটি ৮৩ লাখ ৯ হাজার ২০০টাকা। অর্থাৎ উন্নয়ন খাতে মোট উদ্বৃত্ত রয়েছে  ৩ লাখ  ৬৯হাজার ১০৮ টাকা ৷
এ উপলক্ষে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র কেএম জাকির হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী,শিক্ষাবিদ,অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান
পৌরসভার প্যানেল মেয়র শিরিন আক্তার, পৌর কাউন্সিলর মোঃ মাসুদ সোনার,দুলাল হোসেন,ঈমান আলী ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ব্যাপারী।এ সময় পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি পৌরসভা বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। তাই এভাবে উন্মক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর সু-পরামর্শের সুযোগ ও তাদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া তিনি একটি পৌরসভাকে সুন্দর ও মডেলে পরিণত করতে পৌরবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD