সমাজ এত আজ অসহিষ্ণু কেন ?

Spread the love

আবদুর রাজ্জাক রাজু

সমাজ এত আজ অসহিষ্ণু হল কেন
মানুষ এত আজ অধৈর্য হল কেন
বাজার এত আজ অস্থির হল কেন
অর্থনীতি এত আজ বেসামাল কেন ?

মনোভাব এত আজ ক্রুদ্ধ হল কেন
মানসিকতা এত আজ ক্ষুব্ধ হল কেন
মানব সম্পর্ক এত তিক্ত হল কেন
আচার-বৈশিষ্ট্য এত রুষ্ঠ হল কেন ?

রাজনীতি সর্বত্র আজ অগ্নিগর্ভ কেন
রাষ্ট্র ব্যবস্থাপনা এত কলুষিত কেন
দেশে-দেশে আজ যুদ্ধংদেহী কেন
রাষ্ট্রনায়কেরা এত কর্তৃত্ববাদী কেন ?

মানবতা আজ এত লাঞ্ছিত কেন
মানবাধিকারের এত দৈনদশা কেন
গণতন্ত্র আজ এত সংকুচিত কেন
বাক স্বাধীনতা এত খর্ব হল কেন ?

আবারো ধর্মের নামে উন্মাদনা কেন
মৌলবাদের পূণ: উত্থান হচ্ছে কেন
ধর্মান্ধতার পূনশ্চ জাগরন দেখি কেন
ধর্মনিরপেক্ষতা আজ এত দুর্বল কেন ?

ন্যায় কথা বললে যায় কারাগারে কেন
ন্যায্যতার পক্ষ নিলেই নির্যাতন কেন
সত্য বললেই চলে নিপীড়ণ কেন
সততা আজ এত কোনঠাসা কেন ?

লোভ-লালসা-ভোগ বেড়ে গেল কেন
ত্যাগ-উৎসর্গ নীতি হ্রাস পেল কেন
আত্মস্বার্থে মানুষ এত অন্ধ হল কেন
পরার্থপরতা এত কমে গেল কেন ?

জ্ঞান-বিজ্ঞানের নামে এত মূর্খতা কেন
প্রযুক্তির নামে এত বিভ্রান্তির জাল কেন
উন্নয়নের নামে এত পরিবেশ ধ্বংস কেন
মানুষের ভীড়ে এত অমানুষ কেন ?

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD