বড়াইগ্রামে চব্বিশ জন কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

Spread the love
বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি, 
নাটোরের বড়াইগ্রামে এক কৃষকের অসতর্কতায় ২৪জন কৃষকের প্রায় ৩৬ বিঘা জমির গম পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া এলাকায় গমের খড় পোড়াতে গিয়ে এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়।
আগুন দ্রুতগতিতে পুরো ফসলি মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ায় এ ক্ষতি হয়েছে বলে জানান এলাকাবাসি।
পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে সে আগুন নেভায়।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, রওশন হোসেন নামের এক কৃষক সকালে তার জমির পাকা গম কেটে ঘরে তোলে। দুপুর ১২টার দিকে গমের খড় পোড়ানোর জন্য তার জমিতে আগুন দিয়ে বাড়ি চলে আসে। জুম্মার নামাজের দিন হওয়ায় ফসলের মাঠে সে সময়ে কোন কৃষক ছিলো না। পরবর্তীতে খড়ের সে আগুন পাশের পাকা গমের জমিতে গিয়ে লাগার পর তা দ্রুত গতিতে অন্যান্য জমিতে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্থ কৃষক আশরাফ, গিয়াস, শাহজাহান, সাইফুল, শামসুল জানান, এক বিঘা জমিতে কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে ক্ষেত্রে ৩৬ বিঘা জমির আনুমানিক ৫৪০ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১১ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্থ অন্যান্য কৃষকদের মধ্যে মজিদ, কাদের, চাঁদ মিয়া, সাত্তার, গাফফার জানান, আমরা অনেকেই সমিতি থেকে ঋণ করে জমিতে গমের চাষ করেছিলাম। সে টাকাও পরিশোধ করা আর হয়তো সম্ভব হবে না। এমন ক্ষতি হয়তো এ মুহুর্তে আমাদের জন্য পুষিয়ে নেওয়া খনেক কষ্টের হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, ক্ষতিগ্রস্থদের নামের তালিকা করে প্রত্যেককে দ্রুত প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD