কবিতা

Spread the love

যেখানে আল্লাহ – সেখানেই রাসুল(সাঃ)
আবদুর রাজ্জাক রাজু
মহানবী মোহাম্মাদ (সাঃ) পৃথিবীতে না এলে
মনে হয় বিশ^ ভূবন সৃষ্টি হতো না
রাসুল (সাঃ) না এলে আসমানী মহাগ্রন্থ আল কোরাআনও
বোধ করি পৃথিবীতে অবতীর্ণ হতো না
এই মহামানব না এলে সর্বশেষ পূর্ণাঙ্গ দ্বীন
ইসলাম ও আমরা পেতাম না
তাঁর উম্মত হতে পারতাম না
তিনি না এলে এ জগত অন্ধকারমুক্ত হয়ে
আলোকময় হতো না তা সহজই বুঝা যায় ।

সকল মানুষের আলোকবর্তিকা, বাতিঘর
তিনি সমগ্র সৃষ্টি জগতের কল্যাণ, আশীর্বাদ, রহমত
জগতের মানুষের জন্য তিনি পথের দিশা
মুক্তির কান্ডারী ,শেষ বিচারের দিনে সকল মানুষের
জন্য আল্লাহর কাছে একমাত্র দরদী সুপারিশকারী
মোহাম্মাদ(স.) মানবজাতির সৌভাগ্যের সারথী, পরশমনি।

তাঁর পবিত্র নাম আল্লাহর পবিত্র নামের পাশে
শোভা পায় পবিত্র আরশ মোকামে দুনিয়ারও সবখানে
যাঁর ইমামতিতে তাঁর পিছনে সত্তুর হাজার ফেরেশতা ও
অন্যান্য নবী-রাসুলগণ নামাজ পড়েছেন
আল্লাহর অভিপ্রায়ে তাঁর অঙ্গুলীর
ঈশারায় আকাশের চাঁদ হল দি¦খন্ডিত
যিনি আল্লাহর নির্দেশে শবে মেরাজের রাতে
তাঁর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন যা এক মহাবিস্ময়
যুগে যুগে একাধিক অ^াসমানী কিতাব ও ধর্মের বাণীতে
তাঁর আগমনের সুস্পষ্ট বার্তা তথা র্প্বূাভাষ রয়েছে।

তিনি মানবকুলের মুক্তি ও শান্তির প্রতিক
তাঁকে সালাম জানায় সমগ্র সৃষ্টিমাখলুকাত
তাঁকে দরুদ পাঠায় স্বয়ং আল্লাহ তাআলা, ফেরেশতারাও
তাঁর ওপর দরুদ অবতীর্ণ হয় সাড়া জাহান থেকে
তাঁর প্রতি সালাম সর্বক্ষণ, সদাসর্বদা
তাঁকে ভালো না ভালোবাসলে আর মহব্বত না করলে
আল্লাহর ভালবাসা পাওয়া সম্ভব নয়
তিনি সমস্ত সৃষ্টিকুলের সেরা, নিস্কলুষ ও নিস্পাপ
তাঁর গোটা জীবন ¯্রষ্টার গুণাবলির প্রতিফলন,প্রতিচ্ছবি
তাঁর জীবনাচারে স্বর্গ ও মর্ত এক হয়ে গেছে
তাঁকে সালাম অনন্তবার, তাঁর আহলুল বায়েতের
প্রতিও বিন¤্র গভীর শ্রদ্ধা ও অফুরন্ত সালাম
তাঁদের উছিলা ব্যতীত কোন প্রার্থনা
মঞ্জুর ও মোকবুল হতে পারে না ।

তাই আল্লাহর হামদ আর রাসুলের নাত
এই দুয়েই মানব কুলের জন্য শান্তির সওগাত।
তিনি বাহ্যত মানব জাতির নেতা হলেও
মহান আল্লাহর ইচ্ছায় আদিতে সৃষ্টির প্রথম মুজেজা
মহান আরশে আল্লাহর নিকট সম্মান ও মর্যাদায়
তার স্থান সর্বোচ্চ মাকামে মাহমুদে অবস্থিত
তিনি পৃথিবীতে শান্তির দূত, মুক্তিরও দূত
তিনি আদতে আদমেরও বহু পূর্বে সৃষ্ট, সর্বশ্রেষ্ঠ
আসলে তিনি ¯্রষ্টার বিশাল মহিমা ও কুদরতী রহস্য
তাঁকে সর্ব প্রথম সৃষ্টি করে সর্ব শেষ যুগে পাঠানো
হয়েছে মানুষের হেদায়েতের, পথ প্রদর্শনের জন্য।

তিনি নবী রাসুলদেরও সর্দার বা নেতা
তাই রাসুলকে না চিনলে ¯্রষ্টাকে চেনা সম্ভব নয়
রাসুলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়াও সম্ভব নয় ।

আল্লাহর মত ও পথই হল তাঁর মত ও পথ
আল্লাহ , রাসুলও কোরআন এ তিনের মধ্যেই
মুসলিম তথা মানবজাতির মুক্তি ও কল্যাণ নিহিত
আল্লাহকে বিশ^াসের সাথে সাথে তার রাসুলকেও
বিশ^াস না করলে ঈমান-আমল ও আকিদা অর্থহীন
বরবাদ ,অন্তসারশূন্য তথা বাতিল বলে গন্য
আল্লাহ্র প্রশস্তি এবং রাসুলের গুণগান হল
মানবজাতির ঐক্যতান, তাই সার কথা হল
যেখানেই আল্লাহ – সেখানেই রাসুল (স.)।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD