বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ) এর উদ্যোগে ২ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা বিএমডিএ অফিস চত্বরে ২দিন ব্যাপি এ কৃষক প্রশিক্ষণ শুরু হয়।
ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (ইআইএনডি) প্রকল্পের আওতায় উপজেলার ৫০ জন সাধারন কৃষকদের নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মারিয়াম খাতুন।
বিএমডিএ ‘র নাটোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনির ও বড়াইগ্রাম উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ। কৃষিকাজে কৃষকদের সার্বিক উন্নয়নমূলক বিষয়ে এখানে আলোচনা ও নানা প্রশিক্ষণ দেওয়া হবে।