সিরাজগন্জের ভাষা

Spread the love
খোন্দকার ক্বারী মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম – আবদুল্লাহ
সিরাজগন্জে জন্ম আমার সিরাজগন্জে বাড়ি 
সিরাজগন্জের ভাষা হুইনব্যা
 পড়ো তাত্তাড়ি | 
মেয়েকে কই রে গেদি 
আর ছেলেকে কই গ্যাদা
 ‘কুকুর তাড়াও’ কইতে গেলি
 কই ‘কু্ত্তা খ্যাদা ‘|
 চালকে চাইল কই 
আর ডালকে কই ডাইল 
গালমন্দ করলে কই 
দিলো আমাক গাইল | 
অলদি মইজ পেঁইজের নিগ্যা 
আমরা আটে যাই 
বলদরে বলদো কই
আর গাভীটারে গাই | 
এঁড়ে গরু দেইহ্যা কই 
আইলো একখান আইরা
দুষ্টলোককে দেইহ্যাই কই
হে যে এ্যাক জাইরা | 
বর্ষারে বাইশ্শ্যা কই
 কাঁশফুলকে কাঁইশ্যা
 কুনুকিছু ভেসে গেলে 
কই যে গ্যালো ভাইস্যা | 
শ্রাবণকে শাউন কই
 অগ্রহায়ণকে আগুন
 চৈত্রকে চোইত কই 
আর বেগুনকে কই বাগুন | 
মিষ্টিকে মিট্যা কই
 টাকাকে কই ট্যাহা 
দেখাকে দ্যাহা কই 
বাঁকাকে কই ব্যাঁহা | 
লেঁপ কে ল্যাপ কই 
আর কাঁথাকে কই খ্যাঁতা 
পরিস্কারটা চঁকচঁকা 
আর ময়লাকে কই ছ্যাঁতা | 
নারকেলকে নাইরকোইল কই আঁখকে কই কুইশ্যাল 
পাতিলকে পাইল্ল্যা কই
 চুলাকে কই আঁইশ্যাল | 
হাঁসকে আঁস কই 
আর পোঁকাকে কই পোঁহা 
চতুঁর বিড়াল চালাক বিল্যাই 
বোঁকা অইলো বোহা |
 একটুখানি – এ্যাঁল্লা আর 
‘কিন্তু’ অইলো কোইল 
আমগাছে আমের নিগ্যা 
উটকাই আমের মইল | 
শাকসবজি দেইহ্যা কই
 বালুই তাঁজা হাক
 ‘এমনি’ অইলো এবি রে ভাই
 সব যে বেবাক! 
‘ওইদিকে চল’ কইতে কই
 ওম্মুরা নু 
ভাইকে ভাই কইলেও 
বোনকে কই বু | 
ক্ষুধাকে খিদ্যা কই
 গোসলকে ডুব
 ডাব্বাইশ্যা কতা হুইন্যা 
কেউ অয়্যা যায় চুঁপ |
 কাঁদাকে ক্যাঁদো কই 
পাশকে কই গাবার
 খোঁদল দেইহ্যা আটিস তোরা 
যহুন সময় যাবার |
 তালি এ্যাঁহুন শ্যাষ করি ভাই
 রাইত যে অইলো ম্যালা 
আবার না হয় নেখমু কিছু 
কাইলক্যা ব্যানবেলা | 
যমুনার পাড়ে আছে 
এইব্যা কতার মন্চো 
হেইহানে আসে রাতদিন 
আংগোর সিরাজগন্জ |
 সংগ্রহে :
খোন্দকার ক্বারী মাওলানা মুহাম্মাদ আমিনুল ইসলাম – আবদুল্লাহ
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD