গুরুদাসপুরে শতভাগ  প্রথম ডোজ গনটিকা প্রদান সম্পন্ন

Spread the love

আবুল কালাম আজাদ: নাটোরের গুরুদাসপুর উপজলায়  ইউনিয়ন পর্যায়ে ৪ টি ইউনিয়নে প্রথম দিনে কোভিড-১৯ করোনা ভাইরাসের গনটিকা কার্যক্রমের শতভাগ টিকা প্রদান সফল ভাবে সম্পন্ন হয়েছ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম  জানান, উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে আজ শনিবার প্রথম দিনে বিয়াঘাট, খুবজিপুর,মশিন্দা ও ধারাবারিষা  ৪টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ৬০০ করে ২হাজার ৪০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রায় সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত  ২ হাজার ৩৯৫ জনকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। অর্জিত লক্ষ্যমাত্রা শতভাগ। এছাড়া উপজেলা স্বয়াস্থ্য কমপ্লেক্সে ৬৫০ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

উপজেলার খুবজিপুর ও ধারাবারিষা ইউনিয়নে গনটিকা কার্যক্রমের উদ্বোধ্নের পর স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো সাইদুর রহমান ,  নাটোরের  জেলা প্রশাসক শামীম আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ কাজি মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান  মোঃ আনোয়ার হোসেন, ইউএনও মোঃ তমাল হোসেন , , ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান  রোকসানা আকতার  লিপি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুজাহিদুল ইসলাম  ও গনমাধ্যম কর্মীরা টিকা কার্যক্রম পরিদর্শন  করেন।ইউএনও তমাল হোসেন জানান, উপজেলার ৬ টি ইউনিয়নে ৪ হাজার ২০০ জনকে সিনোফার্মের  প্রথম ডোজের টীকা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাসে  ২য় ডোজের টিকা দেওয়া হবে। আগামী কাল ৮ আগষ্ট  রবিবার নাজিরপুর ও চাপিলা ইউনিয়নে প্রথম ডোজের অবশিষ্ট ১ হাজার ২০০ টিকা দেওয়া হবে।সুন্দর ব্যবস্থাপনায় ব্যপক উতসাহের সাথে শান্তিপুর্নভাবে প্রথম দিনের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে প্রশাসন দাবী করছে।

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD