সুজন মালের অভিনব উদ্যোগ

Spread the love

গোলাম মোস্তফা:
লকডাউনে তাড়াশে পশুর হাট বন্ধ রয়েছে। এরূপ বিরাম্বনায় পড়ে অনেক গৃহস্থ ও খামারিরা ফেসবুকের মাধ্যমে কোরবানির পশু বেচার চেষ্টা করছেন।পৌর শহরের সুজন কুমার মাল নামে একজন তরুণ  একটি ফেইসবুক পেইজের মাধ্যমে কোরবানির পশু বেচা-কেনার জন্য প্রচারণার কাজটি করে চলেছেন। তাছাড়াও অনেক গৃহস্থ ও খামারি নিজেরাই গরু-ছাগল বেচার জন্য ফেসবুকে ক্রেতার সন্ধান করছেন।
সুজন কুমার মাল নামে ঐ তরুণ বলেন, করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সব পশুর হাট বন্ধ রাথা হয়েছে। এমতাবস্থায় গৃহস্থ ও খামারিরা তাদের পশু বেচা নিয়ে চরম বিপাকে পড়েছেন। যে কারণে তিনি বাড়ি বাড়ি ঘুরে গরু ও ছাগলের ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বেচা-কেনায় সহায়তার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সোহেল আলম খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পশু বেচা-কেনার বেশ সারা ফেলেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD