রায়গঞ্জে খাস পুকুর নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

Spread the love

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়ালপাড়া গ্রামে রবিবার সকাল সাড়ে ১০ টায় ২টি খাস পুকুর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংখাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৌজার ১নং খাস খতিয়ানের ২০৯ দাগে ১.৬৬ একর পুকুর ও একই মৌজার ১নং খতিয়ানের ৮৯ নং দাগের ১.২৩ একর পুকুর মোট প্রায় ৯ বিঘা পুকুরপাড় ও জলা দীর্ঘদিন ধরে গোয়ালপাড়া গ্রামের নজর আলী ছেলে সাইফুল ইসলাম ও আছমত আলী গংরা ভোগ দখল করে মাছ চাষাবাদ করে আসছিলো। এরই এক পর্যায় একই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের দোস্তপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি: ও ভুইয়ট দক্ষিনপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নামে গত ২৭-০৪-২০২১ইং তারিখে সরকারী রাজস্ব প্রদান করে লিজ গ্রহন করে। এদিকে উপজেলা আ: লীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার শরিফুল আলম শরীফ সেই ২টি খাস পুকুর চাষাবাদ করার জন্য ওই গ্রামে একাধিক বৈঠক করে। অপরদিকে ওই গ্রামের সাইফুল ইসলাম ও আছমত আলী গংরা প্রতি বছরের ন্যায় এবছরে পুকুরে রেনু পোনা ছেড়ে দেয়। এনিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে রবিবার সাড়ে ১০ টার দিকে উপজেলা আ: লীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার শরিফুল আলম শরীফ ও খোকন লিজধারী গংরা ওই পুকুর দখল নিতে গেলে উভয় গ্রুপের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায় সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে সাইফুল ইসলাম (৫৫) শুকুর আলী (৪৮) জামাল উদ্দিন (৫০) ছোরহাফ আলী (৬০) ও আছমত আলী (৩৫) অপরদিকে ওই গ্রামের খোকন (৩৬) আজিজ (৪৫) ও ইউনুস আলী (৩৫) আহত হয়। আহতের মধ্যে সাইফুল ইসলাম ও খোকনের অবস্থা আশংখাজনক হওয়ায় তাদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুইয়ট দক্ষিনপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি এর সভাপতি আল মামুনের সাথে ০১৭১৩-৮৬২৫০১ এই নম্বরে উক্ত বিষয়ে ফোনে কথা হলে তিনি বলেন, আমি ওই পুকুরের নামে কোন লিজ গ্রহন করেনি এবং আমি কিছু জানিও না। উক্ত বিষয়ে ধামাইনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো: রাইসুল হাসান সুমন জানান, গোয়াল পাড়া খাস পুকুর দখল নিয়ে শরিফ বনাম সাইফুল গংদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতে যেতে বলেছি। এবিষয়ে উপজেলা আ: লীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার শরিফুল আলম শরীফ বলেন ওই খাসপুকুর দুইটি সমিতি সরকারী রাজস্ব দিয়ে লিজ গ্রহন করেছে। আমাকে দুই পক্ষের লোকজন ডেকে ছিলো তাই আমি সেখানে গিয়েছিলাম। এসময় কথাকাটা কাটির এক পর্যায় উভয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। এব্যাপারে রায়গঞ্জ থানার ওসি মো: শহিদুল ইসলাম জানান, পুকুরের ঘটনায় সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এক পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD