ভাঙ্গুড়ায় ডাকঘর থাকলেও নেই চিঠির আদান-প্রদান

Spread the love

মোঃ আকছেদ আলী, ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি

লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে- কন্ঠশিল্পী মনির খানের দরদী কন্ঠে গাওয়া এ গানটিতে প্রাণপ্রিয় স্বামীর কাছে একজন প্রেমাসক্ত স্ত্রীর চিঠি লেখার চিত্রটাই যেন ফুটে উঠেছে । মনের গভীরে লুকিয়ে থাকা না বলা অনেক কথাই যেন তিনি প্রকাশ করতে চেয়েছেন চিঠির মাধ্যমে। একসময় আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে এলাকায় চিঠির ব্যাপক প্রচলন ছিল । মানুষ তার প্রিয়জনের কাছে চিঠি লিখতো। প্রিয় মানুষটির হাতের লেখা একটি চিঠির অপেক্ষায় দিনের পর দিন প্রহর গুণতো। হঠাৎ সাইকেলে চড়ে বাড়ির আঙ্গিনায় রঙ্গীন খামের চিঠি নিয়ে ডাক পিয়ন এসে হাজির হতো। প্রিয়জনের লেখা সেই চিঠি বাব বার পড়েও যেন মন তৃপ্ত হতো না। বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে মানুষ এখন আর চিঠি লেখার প্রয়োজন অনুভব করছে না। সময় বদলের সাথে সাথে হাতে লেখা চিঠি তার আবেদন হারিয়েছে। চিঠির স্থান দখল করে নিয়েছে মোবাইল ফোন, মেসেঞ্জার, ই-মেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি।

পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের উপজেলা পরিষদ রোডে অবস্থিত উপজেলা ডাকঘর। এর শাখা রয়েছে ৮ টি। এ ডাকঘরগুলোতে একসময় মানুষের ভিড় লেগেই থাকতো । বর্তমানে সঞ্চয়পত্র ও পোস্টাল অর্ডারসহ ডাকঘরে নানা কার্যক্রম চালু থাকলেও চিঠির আদান-প্রদান না থাকায় ডাকঘরগুলোর গুরুত্ব কমতে শুরু করেছে। অন্যদিকে পোস্ট অফিসের লাল রংয়ের ডাক বাক্সটি পড়ে রয়েছে অযত্ম আর অবহেলায়। উপজেলা পোস্ট অফিসের ডাক পিয়ন মো. ইকবাল হোসেন বলেন, ‘আগে এ অফিসে ডাক পিয়ন ছিলাম আমরা ৩ জন। এখন আমি শুধু একাই কাজ করি। ব্যক্তিগত চিঠির আদান-প্রদান কমলেও সরকারী, বেসরকারি বিভিন্ন অফিসের চিঠি পত্র বহন করতে হয় এখনও অনেক বেশি।’

নতুন প্রজস্মের যুবক ফয়সাল বিন আশিক বলেন, ‘ডাকঘর আছে, তবু ব্যক্তিগত চিঠির আদান-প্রদান কমেছে অনেক। আধুনিক এই যুগে মোবাইল, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার দখল করেছে নিয়েছে হাতে লেখা চিঠির জায়গা। গ্রামে গ্রামে সাইকেলের হর্ণ বাজিয়ে আনন্দ-কান্নার খবর বাহক ডাক হরকরার আগমন শেষ কবে দেখেছি তা মনে করতে পারছি না।’ আহমেদ নিয়াজ মোর্শেদ নিজাম বলেন, ‘ আধুনিক যুগে উন্নত প্রযুক্তির ছোঁয়ায় ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলায় হাতের লেখা চিঠির আদান-প্রদান এখন নেই বললেই চলে।’মো: আব্দুস সালাম বলেন, অনেকটা সময়ক্ষেপণ ও ধীরগতি সম্পূর্ণ হওয়ায় ইন্টারনেটের এ যুগে এখন কেউ হাতে লেখা চিঠির আদান প্রদান করে না।’

 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD