চাটমোহরে বীজ সার বিতরণে  স্বেচ্ছাচারিতার অভিযোগ

Spread the love

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিনামূল্যে আমন বীজ সার বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কৃষি সম্প্রসারণের উপ-সহকারি কর্মকর্তা প্রকৃত কৃষকে না দিয়ে স্বজনপ্রীতি করা হয়েছে। উপজেলা খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী বীজ ও রাসায়নিক সার মঙ্গলবার বিতরণ করা হয়েছে। উপজেলার ৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হলেও প্রকৃত কৃষক পায়নি। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজেদের নামে ও তাদের আত্মীয়-স্বজনদের নামে বরাদ্ধ দিয়ে স্বজনপ্রীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক কর্মকর্তা জানান, কৃষি অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের মনগড়া নামের তালিকা দিয়ে বীজ ও সার বিতরণ করেছেন।এব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান, সার ও বীজ বিতরণের অনিয়মের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD