গুরুদাসপুরে ৩৩৩ নম্বরে ফোন দিলেই খাবার পৌছে দিচ্ছেন প্রশাসন

Spread the love
৩৩৩ নম্বরে ফোন দিলেই খাবার # সংবাদ শৈলী

য়াবুল কালাম আজাদ
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩৩ নম্বরে ফোন দিলেই বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। করোনার বিস্তার রোধে চলমান লকডাউনের কারণে দুস্থ ও খেটে খাওয়া কর্মহীন মানুষরা এ সুবিধা পাচ্ছেন। তবে দুস্থ দরিদ্র বা কর্মহীন হলে তবেই খাবার মিলবে।
, ক্ষতিগ্রস্থ এসব মানুষের বাড়িতে ওই মানবিক সহায়তা দিয়ে আসছে উপজেলা প্রশাসন। খাবার নিশ্চিত করতে প্রশাসনের চালু করা হেল্প লাইনের মাধ্যমে খাবার পৌঁছে যাচ্ছে দরিদ্রদের বাড়িতে। ফোন পেলেই সেচ্ছাসেবক দলের সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সেবা দিচ্ছেন। করোনা সংকটকালীন এ সেবা চলমান থাকবে বলে জানা গেছে।
ইউএনও মো. তমাল হোসেন বলেন, অসহায় নিম্নবিত্ত মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিবার প্রতি ১০ কেজি চাল ও ২ কেজি আলু দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৩৫০ পরিবারকে ওই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।ইউএনও তমাল হোসেন জানান- ৩৩৩ হেল্পলাইনে কল বা এসএমএস করলে সেটা  মাঠ পর্যায় যাচাই বাছাই করে উপযোগী মহলে তাদেরকে খদ্যের প্যাকেজ সেচ্ছাসেবি দ্বারা পৌঁছ দেয়া হচ্ছে।

image.png

[ ছবিতে ইউএনও মোঃ তমাল হোসেন ৩৩৩ হেল্প লাইনে পাওয়া ম্যাসেজ মাঠ পর্যায়ে গিয়ে যাচাই করছেন।]
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD