তাড়াশে ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাহায্যর আবেদন

Spread the love

তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের পরিচালিত এক কেজি স্কুলের শিক্ষকের চলমান লকডাউনে শিশু সন্তানের দুধ কেনাসহ ৬ সদস্য নিয়ে মানবেতর জীবন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিকট সাহায্যর আবেদন ফেসবুকে পোষ্ট হয়েছে । নিজের আই,ডি থেকে ফেসবুকে পোষ্ট তাড়াশ উপজেলা প্রশাসন পরিচালিত লিডো কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম গত ১ বছরের বেশি সময় ধরে স্কুলটি করেনাকালীন বন্ধ রয়েছে ফলে বেতন পাচ্ছেন না । নিজের ফেস বুক আই, ডি তে লিখেছেন বাবা হারা ২ বছরের ভাগ্নে ও ও নিজের ১১ মাস বয়সী ২টি সন্তান ও পরিবারের ৬ সদস্য নিয়ে কষ্টে জীবন যাপন করছেন । এই অবস্থা চলতে থাকলে ও না খেয়ে মারা যেতে হবে পরিবারের সব সদস্যদের। এই মহাবিপদে আপনি কেজি স্কুলের সন্মানী ভাতা দিয়ে বাচতে সাহায্য করুন । আরো লিখেছেন মাননীয় প্রধান মন্ত্রী আপনি আমাদের অভিভাবক তাই আমার আকুল আবেদনটি জানালাম । ভুল হলে ক্ষমা করবেন । ফেসবুক আই, ডি নিজের গদবী ও মোবাইল নম্বও দিয়ে পোষ্ট করেছেন । পোষ্ট টি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে । সত্যি এক বেতন না পাওয়া শিক্ষক না পারছেন শ্রমিকের কাজ করতে না পারছেন অন্য পেশায় জড়িত হতে । অনেক কষ্টে জীবন সংগ্রামে বেচে থাকার জন্য মানবিক আবেদন জানিয়েছেন । খোজ নিয়ে জানা যায়, তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের যুবক ও সহকারী শিক্ষক আঃলীগের যুবলীগের রাজনীতির সাথে জড়িত ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD