আবুল কালাম আজাদ : নাটোর জেলা খো খো দল অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ব্রোঞ্জ পদক লাভ করেছে। এ খেলায় ৮টি দল অংশ গ্রহন করে। ৪ এপ্রিল রবিবার ঢাকা আউটার ষ্টেডিয়ামে জাতীয় পর্যায়ে খো খো ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।জেলা খো খো টিম সুত্রে জানা গেছে, ঢাকা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খো খো গেমসে নাটোর জেলা দল ঢাকা জেলা দলকে ১৮-১১ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে। টিমে ১৫ সদস্যের খেলোয়ার ছাড়াও দুজন কর্মকর্তা ছিলেন।
জেলা খো খো প্রশিক্ষক আব্দুর রহিম জানান,তাঁর নীবিড় তত্ত্বাবধানে খেলোয়াররা ফ্লাড লাইট জ্বালিয়ে রাতেও কঠোর অনুশীলন করেছে। এটা দলগত সাফল্য। পদক লাভ করায় তাঁরদল উজ্জীবিত। ভবিষ্যতে জয়ের ধারা অব্যাহত রেখে বড় পরিসরে স্বর্ন জয়ের আশা তার। টিমে ম্যানেজারের দায়িত্বে ছিলেন ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিজান।উল্লেখ্য নাটোর জেলা খো খো দলের সকল খেলোয়ার ও কর্মকর্তা গুরুদাসপুর উপজেলার চলনবিলের খুবজীপুরের সন্তান। খেলায় স্বর্ন জয় করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার ও রৌ প্য জয় করে চট্রগ্রাম জেলা দল।
# আবুল কালাম আজাদ, গুরুদাসপুর, নাটোর,০১৭২৪ ০৮৪৯৭৩