ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের খাদ্যবান্ধব ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতকালে এলাকাবাসীর অভিযোগ পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৮৫ বস্তা চাল পরিত্যক্তাবস্থায় জব্দ করেছে। জব্দকৃত চালের বস্তাগুলো দিলপাশার ইউপি খাদ্য গোডাউনে তালাবদ্ধ শেষে সিলগালা করে রাখা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ইউনিয়নের শ্মশানঘাট এলাকায় গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট , ভাঙ্গুড়া থানা পুলিশ হাজির হয়ে পরিত্যক্ত অবস্থায় চালের বস্তাগুলি উদ্ধার করেন। তবে ওই পরিত্যক্ত চালের বস্তাগুলির ছমালিকানা কেউ দাবী করেন নি।
বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের স্টোর রুম থেকে ওই চালগুলো স্থানীয় দুই ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয় ।