তাড়াশ প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাওয়ায় তাড়াশে সরকারের সুলভ মুল্যর বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন ( টিসিবি) পণ্যও ব্যাপক চাহিদা থাকলে টিসিবি পণ্য পাচ্ছে না স্বল্প ও নিন্ম আয়ের মানুষ। স্থানীয় ডিলারের অভিযোগ বগুড়া বিভাগীয় অফিসে পণ্য উত্তোলন চাহিদা দেওয়ার পরেও বরাদ্দ মিলছে না ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সিরাজগঞ্জসহ ৫টি জেলার বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন ( টিসিবি)মাধ্যমে সরকার সুলভ মুল্যে সয়াবিন তৈল, মশুর ডাল, পিয়াজ,চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করে আসছে। নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাওয়ায় তাড়াশ পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রমজীবি মানুষের নিকট সুলভ মুল্যর টিসিবির পণ্যর চাহিদা রয়েছে । সিরাজগঞ্জের অন্য উপজেলা গুলোতে পণ্য পাওয়া গেলেও তাড়াশ উপজেলায় পাওয়া যাচ্ছে না ।তাড়াশ পৌরশহরের হাসপাতাল গেটের বাসিন্দা মোঃ শামীম হোসেন জানান ১ মাসের ও বেশি সময়ে টিসিবির পণ্যর পাচ্ছি না । তাড়াশ উপজেলার একমাত্র ডিলার মোঃ মুক্তাদির সরকার জানান গত কয়েক মাস পূর্বে নিন্মমাণের পিয়াজ বেশি উত্তোলনের শর্ত দেওয়ায় পণ্য উত্তোলন কম হওয়ায় কয়েকদফা বগুড়া বিভাগীয় অফিসে পণ্য উত্তোলন জন্য চাহিদা দেওয়ার পরেও বরাদ্দ মিলছে না।শহরের নিন্ম আয়ের মানুষ আলেপ আলী,মোঃ রাজু ,আবুল বাশারসহ অনেকেইা জানান আমরা রমজানের আগে টিসিবির পণ্য পেলে আমরা বেশি লাভবান হতাম । তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিসবাউল করিম বাংলাদেশ সময় কে জানান, বগুড়া বিভাগীয় অফিসে পণ্য উত্তোলন বিষয়টি দেখে থাকে আমি শুধু এখানে পণ্য আনার পরে মনিটারিং করে থাকি ।এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা হবে ।
।