মোঃ আনোয়ার হোসেন সাগর: গত (২৯-০১-২০২১ ইং) শুক্রবার চলনবিলের তাড়াশ উপজেলার ৫ নং নওগা ইউনিয়নের গোয়ালগ্রামে এক মাদক বিরোধী “অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এম.পি ব্যাডমিন্টন টুর্নামেন্টের” আয়োজন করে আজিজাবাদ স্টার্স ক্লাব। উক্ত খেলায় সভাপতিত্ব করেন ৫ নং নওগা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মজনু)। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ (মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৪, সিরাজগঞ্জ-৩)। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আব্দুল হক (সভাপতি, তাড়াশ উপজেলা আওয়ামীলীগ), সঞ্জিত কর্মকার (সাধারণ সম্পাদক, তাড়াশ উপজেলা আওয়ামীলীগ), অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ( চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদ), মোঃ আনোয়র হোসেন খান ( ভাইস চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদ), মোছাঃ মর্জিনা ইসলাম (মহিলা ভাইস চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদ), অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন (সভাপতি, ৫ নং নওগা ইউনিয়ন আওয়ামীলীগ), মোঃ আব্দুল হাই (সাধারণ সম্পাদক, ০৫ নং নওগা ইউনিয়ন আওয়ামীলীগ), মোঃ ইসমাইল হোসেন প্রাং (গ্রাম প্রধান)। উক্ত খেলার উদ্ধোদন করেন মোঃ “অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এম.পি, উদ্ধোদন ম্যাচ খেলেন মোঃ মনিরুজ্জান মনি, মোঃ মোজাম্মল হোসেন বনাম-মোঃ আব্দুল হক, সঞ্জিত কর্মকার। ১ম পুরস্কার ১২,০০০/-বার হাজার টাকা, ২য় পুরুস্কার ৬,০০০/-ছয় হাজার টাকা। খেলা শেষে মাননীয় জাতীয় সদস্য “অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ মহোদয় সাথে কথা বললে তিনি বলেন মাদক থেকে বিরত থাকতে হলে ছেলে মেয়েদের খেলাধূলা করতে হবে। তিনি আরো জানান যে, নিয়মিত যে ছেলে মেয়েরা নিয়মিত খেলাধূলা করে তবে সে মাদক আসক্ত হবে না। স্থানীয় লোকদের সাথে কথাবলে জানাযায় যে, এধরনের খেলা নিয়মিত চলতে থাকলে ছেলে মেয়েদের মাদকের প্রতি আর আসক্তি থাকবেনা।