আনোয়ার হোসেন সাগর: গত ২৬ জানুয়ারি মঙ্গলবার চলনবিলের তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়নের দেবীপুর গ্রামে মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশাল সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করে দেবীপুর যুব সম্প্রদায়। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে।
উক্ত খেলায় প্রধান আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সলঙ্গা কলেজের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম এবং সহকারি আম্পিয়ারের দায়িত্ব পালন করেন উক্ত গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ আব্দুর রহমান মাষ্টার। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মোঃ আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকির, ইউনিয়ন আওয়ামীলীগের সহকারী প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, দেবীপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান, জিয়াউর রহমান ।এছাড়া আরো উপস্থিত ছিলেন ৫ নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপার্থী মোঃ মফিদুল ইসলাম নান্নু, মোঃ জাকির হোসেন রনি এবং মনিরুজ্জামান রিপন। খেলা শেষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান জানান যে, এই সব খেলা যদি বেশি বেশি আয়োজন করা হয় তবে কেউ আর মাদকের উপর আসক্ত হবে না বলে আমার মনে হয়। তিনি আরো বলেন, লেখা-পড়ার পাশাপাশি যদি এই সব খেলা আয়োজন করা যায় তবে শরীর ও মন দুটোই ভালো থাকবে। তিনি খেলোয়ারদের উদ্দ্যেশে বলেন, যারা নিয়মিত খেলে তারা মাদক এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকবে। উক্ত খেলায় বিজয়ী ট্রফি পেয়েছেন তাড়াশ ক্রিকেট ক্লাব এবং রানাসআপ ট্রফি পেয়েছেন আজিজাবাদ স্পোর্টিং ক্লাব। তাড়াশ ক্রিকেট ক্লাব বিজয়ী হয়ে খুবই আনন্দিত বলে জানা যায়।