স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভাদাশ মৌজায় তাড়াশ- নিমগাছী আঞ্চলিক পাকা সড়কের ধারে সরকারী হাঁস-মুরগীর খামার স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে সেটিকে সরকারী বন বিভাগের উপজেলা নার্সারীতে পরিণত করা হয়। এর পূর্ব পার্শ্বটা বাঁশবাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কয়েক বছর পূর্বে এর দক্ষিণ পার্শ্বে শিশু পার্কের নামে সরকারী অর্থে লোকজনের বসার ব্যবস্থা করা হয় । তারপর সেখানে বিভিন্ন প্রাণীর মূর্তি স্থাপন করা হয় । লোকজন সেখানে বিকালে যায় ও সন্ধ্যার আগেই সেখান থেকে ফিরে আসে। সন্ধ্যার পর স্থানটি জনশূন্য হয়ে পড়ে। সম্প্রতি সেখানে সরকারী অর্থায়নে বহু রঙিন বৈদ্যুতিক বাতি বসানো হয়েছে। সেগুলো সন্ধ্যার পূর্ব হতে সকাল পর্যন্ত জ্বলে। রঙিন বৈদ্যুতিক বাতি স্থাপনে প্রচুর অর্থ ব্যয় হয়েছে। তাছাড়া প্রতি মাসে রয়েছে প্রচুর বিদ্যুৎ বিল। উক্ত স্থানে রঙিন বৈদ্যুতিক বাতি স্থাপন একটি বড় অপচয়। এ বিষয়ে তাড়াশ পৌরসভার বিশিষ্ট নাগরিক মানবাধিকার কর্মী সৈয়দ সাঈদুর রহমান সাঈদ বলেন সরকারী বন বিভাগের উপজেলা নার্সারীতে বহু রঙিন বৈদ্যুতিক বাতি স্থাপনের দরকার ছিল না । এতে অর্থের অপচয় হয়েছে এবং হচ্ছে। উক্ত অর্থ দিয়ে অন্য প্রয়োজনীয় কিছু করা যেতো।