মোঃ এমরান আলী রানা : নাটোরের সিংড়া পৌরসভায় মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। শনিবার সন্ধা সাতটায় রিটার্নিং অফিসার অফিস সূত্রে এই ফলাফল জানা যায়।
সিংড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬৭৫৭। নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৯৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী তায়জুল ইসলাম পেয়েছেন ১৩১২ ভোট।
এ নির্বাচনে ভোট প্রয়োগের হার ৭৮%।সকাল থেকেই সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভোট চললেও দুপুর একটার দিকে নানা অভিযোগ তুলে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী তায়জুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।১২ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেসরকারী ফলাফল ১ নং আব্দুল আজিজ ২ নংমিজানুর রহমান ৩ নং জাহাঙ্গির আলম ৪ নং মেহেদী হাসান মিলন ৫ নং সন্জয় কুমার ৬ নং সোহাগ উদ্দিন৭ নং জালাল উদ্দিন ৮ নং বাবুল হোসেন বাবু ৯ নং তারেকুল তপন ১০ নং আব্দুল আওয়াল রিংকু ১১ নং আব্দুল লতিফ ১২ নং আবুল কালাম সংরক্ষিত মহিলা কাউন্সিলর
(১.২.৩) হালিমা বেগম(৪.৫.৬) হীরা খাতুন (৭.৮.৯) জয়তুন বেগম(১০.১১.১২) রোজি খাতুন