মো: আনোয়ার হোসেন সাগর : সিরাজগঞ্জের উল্লাপাড়ার খোর্দ্দ গজাইলের সামাজিক সংগঠন (খোর্দ্দ গজাইল সোনালী সংসদ) এর আয়োজনে খোর্দ্দ গজাইল খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে এক ফাইনাল ভলিবল খেলার আয়োজন করে। উক্ত খেলায় যে দুটি দল আংশ গ্রহন করেছিল সে দুটি দল হচ্ছে খোর্দ্দ গজাইল সোনালী সংসদ বনাম দক্ষিন-শ্যামপুর সূর্য সন্তান ক্রীড়াচক্র। উক্ত খেলায় সভাপতিত্ব করেন গজাইল গ্রামের কৃতি সন্তান মোঃ ছারোয়ার হোসেন গজাইলি। আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের সম¥ানিত চেয়ারম্যান মো.আঃ জলিল এবং তাড়াশের ০৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জনাব মোঃ আতিকুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ সোরহাব আলী মাষ্টার, গাজী মোঃ শাহজাহান আলী মাষ্টার, গাজী মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উক্ত খেলায় প্রথম পুরুস্কার ছিল একটি ফ্রিজ এবং দ্বিতীয় পুরুস্কার ছিল একটি ১৪” মনিটর টেলিভিশন।উক্ত খেলায় প্রথম পুরুস্কার ছিনিয়ে নিয়েছে দক্ষিন-শ্যামপুর সূর্য সন্তান ক্রীড়াচক্র।এই ভলিবল খেলা অনেক দিন ধরে চলছিল তা চূড়ান্তভাবে এই খেলার মধ্যে দিয়ে গতকাল শেষ হয়েছে। খেলা শেষ হবার পরে জনাব আতিকুল ইসলাম বুলবুল এর সাথে কথা বলে জানা যায় যে এই ধরনের খেলার যদি বেশি বেশি আয়োজন করা হয় তবে কেউ আর মাদকাসক্ত থাকবে না।তিনি আরো জানান, যে নিয়মিত খোলাধুলা করে, আমার মনে হয় সেই ছেলে কখনো নেশা করবে না।