তাড়াশ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা বাজারে অবস্থিত এল,জি,ই,ডির (স্থানীয় সরকার বিভাগ )গুদামের জায়গা ও অফিস দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ । স্থানীয়দের অভিযোগের পর নির্মাণ কাজ বন্ধ না হওয়ায় বাজার এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে ।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান কলেজ সংলগ্ন বাজারের এল,জি,ই,ডির গুদামের জায়গা ও অফিস দখলে নিতে গত ১ সপ্তাহ পুর্ব থেকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালাচ্ছে। গুল্টা হাট কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও এল,জি,ই,ডি অফিসে গিয়ে অভিযোগ করেছেন হাট কমিটির লোকজান । প্রত্যক্ষদর্শীরা জানায় এল,জি,ই,ডির বড় গুদানের উত্তর পার্শ্বেও এল,জি,ই,ডির নির্মিত ইটের টিন চালা অফিস ঘর , ল্যাট্রিনসহ কিছু জাযগা দখলে নিয়ে মুলগুদামের সাথে প্রাচীর নির্মাণ এর কাজ চলছে । সরজমিনে ও গিয়ে এর সত্যতা ও মিলেছে ।স্থানীয় ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মজিবর রহমান জানান এল,জি,ডি,ও অফিসের ও হাটের জায়গা সহ কলেজ প্রাচীর নির্মাণ কাজ করা তিনি দেখছেন । হাটের ইজারাদার মোঃ গিয়াস উদ্দিন জানান, আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্যার কে না পেয়ে প্রধান সহকারী নিকট অভিযোগ জানিয়ে ও দখলের ছবি দিয়েছি । উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান সহকারী মোঃ আব্দুল মালেক জানান, হাটের ইজারাদার ও লোকজন এসেছিল এল,জি,ই,ডির গুদাম দখলের অভিযোগ করতে তাদের কে এর,জি,ই,ডি অফিসে জানাতে বলা হয়েছে । উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া জানান, এল,জি,ই,ডির গুদাম হলেও জায়গার মালিক জেলা প্রশাসক তাই ইউ,এন,ও মহোদয় ব্যবস্থা নেবেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিসবাউল করিম বাংলাদেশ সময় প্রতিনিধি কে ( ১৩ জানুয়ারী ) জানান তিনি শুনেছেন খোজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন । স্থানীয়দের অভিযোগের পর নির্মাণ কাজ বন্ধ না হওয়ায় বাজার এলাকার লোকজনের মধ্যে অসন্তোষ বিরাজ করছে । নাম না প্রকাশের শর্তে বাজারের ব্যবসায়ীরা জানান, কলেজ নির্মিত হয়েছে সরকারী ভি,পি সম্পত্তির উপর অবৈধভাবে আবার তারা গায়ের জোরে এল,জি,ই,ডির জায়গা দখল করছে প্রশাসন কে প্রভাবশালীদেও পক্ষে কাজ করছে । গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান বাংলাদেশ সময় প্রতিনিধি কে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি ।