লুৎফর রহমান : সিরাজগঞ্জের তাড়াশে আয়বৃদ্ধি মূলক কর্মকা- সুদমুক্ত শর্তযুক্ত ঋণ ১ম পর্যায়ে অসহায় নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মাঝে ২৫ টি ছাগল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ভিলেজ ভিশন’র এর আর্থিক সহায়তায় ২৫ টি পরিবারের মাঝে ১টি করে ছাগল তুলে দেন।।ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: মেজবাউল করিম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর খন্দকার, কোষাধ্যাক্ষ মোঃ মাসুদ রানা মিলন, প্রচার সম্পাদক নাজমুল হক মেহেদী, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: জেসমিন খাতুন এবং ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল খালেক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে ভিলেজ ভিশন বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন।