স.ম আব্দুস সাত্তার : সিরাজগঞ্জের রায়গঞ্জে খড়ের পালা আগুনে পুড়ে ছাই করে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলিসবলা গ্রামের মোঃ মোলা বক্স মন্ডলের ছেলে খড়ের পালার মালিক লুৎফর রহমানের বাড়িতে। তিনি জানান বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে এই খড়ের পালা আগুনে পুড়ে ছাই করে দিয়ে দূবৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। এতে প্রায় অর্ধ লাখ টাকার খড় পুরে গেছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।