গুরুদাসপুর প্রতিনিধি : আসন্ন গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আতিয়ার রহমান বাঁধন মেয়র পদপ্রার্থী থেকে সরে দাঁড়ালেন। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিলেও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় ওই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রার্থীতা প্রত্যাহার উপলক্ষ্যে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের চাঁচকৈড় শিক্ষাসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার আয়োজন করেন বাঁধন। এতে সভাপতিত্ব করেন বাঁধনের মামা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আয়নাল হক তালুকদার। অন্যদের মধ্যে ব্যবসায়ী গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাহার মল্লিকসহ তার কর্মি সমর্থকরা উপস্থিত ছিলেন।
আগামীতে নেতৃত্বের আশা রেখে বাঁধন বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকার পক্ষে কাজ করার প্রত্যয়ে মেয়র পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে যারা আমার পাশে থেকে ভালো কাজে উৎসাহ ও নির্বাচনী প্রচারনায় সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।#
চলনবিল বার্তা chalonbeelbarta.com