শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ শাহজাদপুরে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে বাড়ির পাশের বৃ-অাঙ্গারু মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারজু খাতুন ওই উপজেলার কায়েমপুর ইউনিয়নের ইসমাইল সরকারের মেয়ে। কায়েমপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার অাবুল কালাম জানান, রাতে কেউ একজন নারজু খাতুনকে ডেকে নিয়ে গেছে। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, রাতের কোন এক সময়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। কে বা কারা কী কারনে এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।