সাঈদ সিদ্দিক:
‘দাবি মোদের একটাই
বড়াইগ্রামে বিশ্ববিদ্যালয় চাই’
শ্লোগানে শ্লোগানে মুখরিত বনপাড়া পৌরসভা চত্ত্বরে রবিবার ভোর সকাল থেকেই মানববন্ধনে হাজির হতে থাকে উপজেলার শত শত নারী পুরুষ। ব্যানার,ফেস্টুন হাতে দাবি তাদের একটাই, বড়াইগ্রামে বিশ্ববিদ্যালয় চাই।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডাক্তার এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়টি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়াতে স্থাপনের জোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্হাপনের জন্য অযথা কৃষি জমি অপচয় না করে বড়াইগ্রামের বাহমালিতে ৭০০একরের মত খাসজমি রয়েছে বরং সেখানেই কৃষিবিশ্ববিদ্যালয়টি স্হাপন করা হোক।
বিশাল এ মানববন্ধনে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলুসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ।