জাকির আকন : সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের আলেপ মোড়ে ভ্যান ষ্টান্ডের কারণে শহরের প্রবেশ মুখে প্রতিদিন অসহনীয় যানজোটে দুভোর্গের কবলে যাত্রীসাধারণ। সরজমিনে শনিবার ( ২৮ নভেম্বর) এই অসহনীয় যানজোটের চিত্র দেখা যায়।
সরজমিনে ও এই সড়কে চলাচলকারী যাত্রীসহ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, তাড়াশ পৌর শহরের আলেপ মোড়ে ভ্যান ষ্টান্ডে মোড় দিয়ে শহরে বারুহাস, রানীরহাট, কুন্দইল গুরুদাসপুর, সিংড়া আঞ্চলিক সড়কে চলাচলকারী প্রতিদিন ট্রাক, বাসসহ বিভিন্ন পরিবহনে হাজার হাজারযাত্রী ও মালামাল পরিবহন করে থাকেন। কিন্তু শহরের প্রবেশ পথে আলেপ মোড়ে পৌরসভার অটোরিক্্রা ভ্যান গ্যারেজ থাকায় শহরে সৃষ্টি হচ্ছে যানজট । পৌরসভা থেকে একজন আনসার নিযুক্ত কওে মাঝে মাঝে ট্রাফিক এর কাজ করতে দেখা গেলেও দাড়িয়ে ভ্যানের কারণে যানজটমুক্ত করা সম্ভব হচ্ছে না । গ্যারেজে ভ্যান দাড়িয়ে থাকার কারণে ত্রিমোহনী মোড়ে একটি বড় যানবহন প্রবেশ করলেই আটকে যাচ্ছে সমস্ত যানবহন । ব্যবসায়ী সাইদুর রহমান জানান, ভ্যান গ্যারেজ সরিয়ে দিলে এই যানজট দুর যায় কিন্তু প্রশাসনের সেদিকে নজর নেই । রানিরহাট সড়কের যাত্রী আরিফুল ইসলাম (৩৪) জানান দীর্ঘদিন এই সড়কের মোড়ের যানজট সৃষ্টি হচ্ছে কিন্তু যানজট দৃরীকরণের কোন প্রতিকার পাইনা । সাংবাদিক ও সমাজ উন্নয়নকর্মী মোঃ আব্দুর রাজ্জাক রাজু জানান, পরিকল্পিত পৌরসভা গড়তে শহরের যানজট দুরীকরণে পৌর বাস ষ্ঠান্ড, রিক্্রা ভ্যান ষ্টান্ড নির্মাণ করা দরকার । তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মিসবাউল করিম জানান, আপাতত ভ্যান গ্যারেজ সরানো সম্ভব নয় কারণ গ্যারেজটি ইজারা আছে তবে যানজট সরাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে । #