সাব্বির আহম্মেদ : সিরাজগঞ্জের তাড়াশে মাস্ক পরিধান না করায় অর্ধ শতাধিক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক আর্থিক জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার তাড়াশ হাসপাতাল গেট সহ আশে পাশের এলাকায় তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহর নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান না করায় অর্ধ শতাধিক পথচারীকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে তাড়াশ ইউএনও মোঃ মেজবাউল করিম বলেন , করোনা কালীন সময়ে জনগণকে স্বাস্থ্য সচেতন করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।