লুৎফর রহমান : সবাই মিলে এগিয়ে চলি,নারী নির্যাতন বন্ধ করি”প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষকাল ব্যাপী কর্মসুচির মানববন্ধন উনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নাগরিক জোটের আয়োজনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক জোটের সভাপতি সনাতন দাসের সভাপত্বিতে বক্তব্য রাখেন, বে-সরকারী সংস্থা “আমরাই পারি” এর ফিল্ড অফিসার মাহাবুবুল আলম, নারী নেত্রী রোখসানা খাতুন, নির্যাতিত নারী বৃষ্টি খাতুন প্রমুখ। মানবন্ধন শেষে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৯দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।