লুৎফর রহমান তাড়াশঃ সিরাজগঞ্জর তাড়াশে ভ্যাকসিন হিরো সন্মান,স্বাস্থ্য সহকারীর অবদান এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য-পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরত কর্মবিরতী পালন করে ।
গত বৃহঃস্পতিবার সকালে স্বাস্থ্য-পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা ১৯৯৮ ইং সালে প্রধাননমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রয়ারীর ২০২০ ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশুতি মোতাবেক -স্বাস্থ্য-পরিদর্শক-১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২,এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ-বেতন বৈষম্য নিরসনের দাবিতে এ কর্মবিরতী পালন করে।