জাকির আকন : “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগান সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে শেখ হাসিনার গৃহ নির্মান প্রকল্পের মাধ্যমে অসহায় হতদরিদ্র ভুমিহীন ও গৃহ হীনদের মধ্যে আশ্রয় প্রকল্প- ২ এর আওতায় গৃহ নির্মান কার্যক্রমের উদ্বোধন করেন তাড়াশ রায়গঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথায় গৃহহীন ইসমাইল হোসেনের নামে বরাদ্দকৃত গৃহনির্মাণের কাজের উদ্বোধন করে এই কার্যত্রম শুরু করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাংসদ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ ,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, সহকারী কমিশনার ভুমি মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক,সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম, দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান -আব্বাস, মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক প্রমুখ। সাংসদ ডাঃ আব্দুল আজিজ বলেন, বাংলাদেশে গৃহহীন ও ভুমিহীন যে সমস্ত মানুষের মাথা গোজার ঠাই নাই জননেত্রী শেখ হাসিনা সে সমস্ত পরিবারে পাকা ঘরের ব্যবস্থা করছেন। তারই অংশ হিসেবে আমরা তাড়াশ উপজেলায় গৃহহীন পরিবার গুলোকে ঘরের ব্যবস্থা করতে পারছি। আমি আশা করি তাড়াশ উপজেলায় প্রকৃত গৃহহীন ও ভুমিহীন ব্যক্তিগন পাকা ঘরের মালিক হবেন।